ইসরায়েলের হামলায় ৪২ স্বজনসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। একই হামলায় তাঁর পরিবারের আরও ৪২ জন সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা খবরটি নিশ্চিত করেছে।
নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ আবু হাসিরা। তিনি ওয়াফাতে কাজ করতেন।
সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলেছে, যখন থেকে তারা সাংবাদিক মৃত্যুর তথ্য নথিভুক্ত করছে, তখন থেকে এ পর্যন্ত গত মাসটি ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। ১৯৯২ সাল থেকে বিশ্বে সাংবাদিক মৃত্যুর সংখ্যা নথিভুক্ত করছে সিপিজে।
যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর কমপক্ষে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩২ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি এবং ১ জন লেবাননের নাগরিক।
সিপিজে বলেছে, নিহত ব্যক্তিদের সবাই তাঁদের মৃত্যুর সময় সংঘাতের তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন কি না তা, তারা নিশ্চিত হতে পারেনি।
গত মাসে ইসরায়েল বলেছে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি বলেছে, গাজা উপত্যকায় তাদের যেসব সাংবাদিক কর্মরত আছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, গাজা উপত্যকাজুড়ে তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলা চালাতে গিয়ে হামাসের অবস্থানের আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েল আরও বলছে, গাজায় সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের অবস্থানের কাছে সামরিক অভিযান চালাচ্ছে হামাস।
Comments
Post a Comment